মূলধন বাজার কাকে বলে?

উত্তর: মূলধনের বাজার বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বোঝায়, যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। অর্থাৎ যে সমস্ত আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ঋণের লেনদেন করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বলে।