মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের উপকরণসমূহের মধ্যে মূলধন একটি অপরিহার্য উপাদান। মূলধন ভূমি ও শ্রমের সহায়ক উপাদান। মানুষ যেসব উৎপাদিত সম্পদ বর্তমানে ভোগ না করে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করে তাকে মূলধন বলে। সুতরাং মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।