মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় কেন?

উত্তর: সাধারণ অর্থে মূলধন বলতে টাকা-পয়সা ও ব্যবসায়ে নিয়োজিত অর্থকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল । অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য উৎপাদনে পুনরায় নিয়োজিত হয়। তাই বলা হয়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ।