মুদ্রার যোগান বলতে কি শুধু চাহিদা আমানতকেই নির্দেশ করে?

মুদ্রার চাহিদা নির্ভর করে দ্রব্য সামগ্রী যোগানের ওপর। কারণ মুদ্রার নিজস্ব কোনো উপযোগ নেই। মুদ্রা দ্রব্যসামগ্রীর মতো প্রত্যক্ষভাবে ভোগ করাও যায় না। কেবল দ্রব্যসামগ্রী ক্রয় করার উদ্দেশ্যেই মুদ্রার চাহিদা হয়। মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য মুদ্রার বিনিময়ে কেনাবেচা হয়, তাই মুদ্রার চাহিদা সৃষ্টি করে। সুতরাং মুদ্রার মোট চাহিদার পরিমাণ দেশে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট মূল্যের সমান। যদি সমাজে বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ বেশি হয় তাহলে মুদ্রার চাহিদা বৃদ্ধি পায় এবং যদি বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ কম হয় তাহলে মুদ্রার চাহিদাও কম হবে।

যোগান সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

চাহিদা আমানত ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

যোগান বিধি কী?

যোগানের ওপর সময়ের প্রভাব ব্যাখ্যা কর।