মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন?
উত্তর: মুদ্রার মাধ্যমে সঞ্জয় করা সুবিধাজনক ও নিরাপদ তাই মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় । মুদ্রা সঞ্জয়ের বাহন হিসেবে কাজ করে। মানুষ তার আয়ের সবটাই বর্তমান ভোগের জন্য ব্যয় করে না। সে আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয়। মুদ্রার মূল্য অপেক্ষাকৃত স্থির বলে মুদ্রার মাধ্যমে সঞ্চয় করা নিরাপদ ও সুবিধাজনক। এ জন্য মানুষ উদ্বৃত্ত দ্রব্যসামগ্রী বিক্রি করে তার মূল্য মুদ্রার মাধ্যমে ধরে রাখে। এভাবে মুদ্রা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে।