মানুষের স্বাস্থ্যের উপর ক্রোমিয়াম এর জৈব বিষোক্রিয়াজনিত প্রভাব কি
১. ক্রোমিয়াম এর দূষণে মানুষের কিডনিতে প্রদাহ সৃষ্টি হয়।
২. চর্মরোগ ও এলার্জিজনিত ক্রিয়া, ক্রনিক আলসার, নাকে ক্ষত সৃষ্টি করে।
৩. ক্রোমিয়াম খাদ্যনালীতে আলসার এবং ক্যান্সার সৃষ্টি করে।
৪. গর্ভবতী মায়ের দেহে প্রবেশ করে শিশু ও ভ্রূণের ক্ষতি করে।
৫. ক্রোমিয়াম দূষণে মানুষের জয়েন্টে ব্যথা হয়।