মানব স্বাস্থ্যের ওপর ক্রোমিয়াম বিষক্রিয়ার লক্ষণসমূহ কি

১. মানুষের জয়েন্টে ব্যথা হয়
২. খাবারে এলার্জি দেখা যায় দীর্ঘস্থায়ী
৩. ক্লান্তিতে পেয়ে বসে
৪. অকারণে মাথা ব্যথা করে
উচ্চমাত্রায় ক্রোমিয়ামের বৃষক্রিয়ায়
১. প্রথমে পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করে
২. কিডনিতে প্রদাহ সৃষ্টি করে
৩. নাক বন্ধ হয়ে যায়