ভোগ কি আয়ের ওপর নির্ভরশীল?

উত্তর: মানুষ যা আয় করে তার একটি বড় অংশ ভোগের জন্য ব্যয় করে। একে ভোগ ব্যয় বলে। ভোগ ব্যয় হলো সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভোগ ব্যয় বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। মানুষের রুচি, অভ্যাস প্রভৃতি বিষয় ভোগ ব্যয়কে প্রভাবিত করে । তবে ভোগ ব্যয় মূলত নির্ভর করে মানুষের আয়ের ওপর। মোট আয় বৃদ্ধি পেলে ভোগব্যয় বৃদ্ধি পায়। তবে মোট ব্যয় যতটা বাড়ে ভোগব্যয় ততটা বৃদ্ধি পায় না। কারণ মানুষ যা আয় করে তার একটি অংশ ভোগের জন্য ব্যয় করে এবং অপর অংশ সঞ্চয় করে।