ভগ্নাংশ ক্রম বিক্রিয়া কি?
যে বিক্রিয়া হার (-dC/dt) বিক্রিয়কের ঘনমাত্রার আংশিক ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক হয় তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। পলিমারকরন বিক্রিয়া সমূহ ভগ্নাংশ ক্রম বিক্রিয়া। পলিমারকরন বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের সম্পূর্ণ ঘনমাত্রা কখনো বিক্রিয়ায় অংশগ্রহন করে না। আংশিক বা ঘনমাত্রার ভগ্নাংশ বিক্রিয়ায় অংশ নেয়।
আরও পড়ুন-