ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে কেন?

উত্তর:  মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশই ব্যয় করতে পারে না। মানুষের আয়ের একটি অংশ সরকারকে কর বা অন্যান্য ব্যয় হিসেবে প্রদান করতে হয়। এসব কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা ভোগের জন্য ব্যয় ও সঞ্চয় করতে পারে। তাই বলা যায়, ব্যক্তির ভোগ তার আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।