ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য— ব্যাখ্যা কর ।

উত্তর: ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য আয় নয়। কোনো ব্যক্তি তার অর্জিত আয়ের সম্পূর্ণ অংশ সাধারণত ব্যয় করতে পারে না। তার আয় থেকে সরকারকে কর প্রদান করতে হয়। নির্দিষ্ট পরিমাণ কর প্রদান এবং নিট ব্যবসায় সঞ্জয় বাদ দিয়ে আয়ের যে অবশিষ্ট অংশ ব্যক্তিগত ভোগ ও সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয় তাকেই ব্যয়যোগ্য আয় বলে। অর্থাৎ ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় ব্যক্তিগত = আয় – (ব্যক্তিগত প্রত্যক্ষ কর + নিট ব্যবসায় সঞ্চয়)। সুতরাং দেখা যায়, ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য আয় নয় ।