বোল্টজম্যান ধ্রুবক কি

একক চাপে এক অনু গ্যাসের তাপমাত্রা 1.0 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণে কাজ করতে হয় তাকে বোল্টজম্যান ধ্রুবক বলে। একে k দ্বারা প্রকাশ করা হয়।

আবার, যেহেতু এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে কাজ করতে হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক R বলে, কাজেই বোল্টজম্যান ধ্রুবক-
k= R/NA , এখানে NA হলো এক মোল গ্যাসের অনু সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। বোল্টজম্যান ধ্রুবক এর একক হলো- J/K বা জুল/কেলভিন।

আরও পড়ুন-

মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে

অ্যাভোগাড্রো সংখ্যা কি