বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধাসমূহ কীরূপ?

বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধাসমূহ কাজে লাগিয়ে অনেক দেশ অর্থনৈতিক উন্নয়ন অর্জন করছে।
বিশ্বায়নের ফলে স্বল্প ব্যয়ে কাঁচামাল আমদানির দরুন সামগ্রিক উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, বিশ্বায়নের ফলে বিশ্বে পুঁজি ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ থাকায় দেশীয় শিল্প ও সেবা খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার ঘটছে। ফলে স্বল্প উন্নত অনেক দেশেই বিশ্বায়নের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।