বিপরীত মার্কনিকভ বা খারাসের নীতি কি

খারাসের নীতি

অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সংগে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় যদি অল্প পরিমাণে জৈব পারঅক্সাইড উপস্থিত থাকে তাহলে বিকারক অণুর ঋণাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণুবিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়।

অন্য কথায়, বিপরীত মার্কনিকভের সূত্রের বিবৃতি হলো, অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত দুই কার্বনের যেটিতে কম সংখ্যক H-পরমাণু থাকবে, বিকারকের H-পরমাণুটিও সে কার্বন পরমাণুতে যুক্ত হবে। এই নীতি খারাসের নীতি বা পারঅক্সাইড নীতি নামেও পরিচিত।

আরও পড়ুন-মার্কনিকভ নীতি কি?