বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই-ব্যাখ্যা কর।

বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই। যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বাজার নির্ধারিত দামে সমজাতীয় পণ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সমস্ত বৈশিষ্ট্য মেনে ক্রয়-বিক্রয় করে। তবে পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি বাজার লক্ষ করা যায়। যেমন— বাংলাদেশের কৃষিপণ্যের খুচরা বাজার। ধানের প্রাথমিক বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে এবং কোনো একজন উৎপাদক ধানের বাজারকে প্রভাবিত করতে পারে না। এভাবে অন্যান্য খাদ্যশস্য, মাছ, মুরগি, ডিম, দুধ প্রভৃতির বাজারও পূর্ণ প্রতিযোগিতামূলক বা তার কাছাকাছি।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা কেন একই হয়?

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?