বয়েলের সূত্র কি

স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। গ্যাসের আয়তনকে ‘V’ এবং প্রয়োগকৃত চাপকে ‘P’ দ্বারা চিহ্নিত করলে গাণিতিক নিয়মে বয়েলের সূত্র থেকে আমরা লিখতে পারি-

V α 1/P (স্থির তাপমাত্রায়)
বা, V = K.1/P
বা, PV= K [K একটি সমানুপাতিক ধ্রুবক]

অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসে স্থির তাপমাত্রায় বিভিন্ন পরিমাণ চাপ (P1, P2, P3) প্রয়োগ করলে যে আয়তন (V1, V2, V3) পাওয়া যাবে সে আয়তনকে নিজ নিজ চাপ দ্বারা গুণ করলে গুণফল সর্বদা সমান বা ধ্রুব হবে।
অতএব,

P1V1= P2V2 = P3V3 = K (ধ্রুবক) এটিই বয়েলের সূত্র।

Related post-আইসোথার্ম কি?