ফেনল শনাক্তকরণ কীভাবে করা যায়?

ফেনল শনাক্তকরণে Br2 পানি পরীক্ষা

কক্ষতাপমাত্রায় ও হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে ফেনলের মধ্যে লাল বর্ণের ব্রোমিন পানি যোগ করলে 2, 4, 6-ট্রাইব্রোমো ফেনলের হলদে সাদা অধ:ক্ষেপ ও HBr উৎপন্ন হয়।

ফেনল শনাক্তকরণে Br2 পানি পরীক্ষা
ফেনল শনাক্তকরণে Br2 পানি পরীক্ষা

ফেনল শনাক্তকরণে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা

ফেনলের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা নিরপেক্ষ ফেরিক ক্লোরাইড (FeCl3) দ্রবণ যোগ করলে ডাইফেরিক হেক্সাফিনেট জটিল যৌগের বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হয়।

6C6H5OH  +  2FeCl3 →(C6H5O)6Fe2+ 6HCI

ফেনল শনাক্তকরণে লিবারম্যান পরীক্ষা

ফেনলের সাথে সোডিয়াম নাইট্রাইট (NaNO2) ও কয়েক ফোঁটা গাঢ় H2SO4 মিশ্রিত করে উত্তপ্ত করলে সবুজ অথবা নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। এ দ্রবণের মধ্যে পানি যোগ করলে সে দ্রবণের বর্ণ হালকা লাল দেখায়। উক্ত লাল দ্রবণের মধ্যে অধিক NaOH দ্রবণ যোগ করলে পুনরায় সবুজ বর্ণ অথবা নীল বর্ণ ফিরে আসে। এ বিক্রিয়ার সাহায্যে ফেনল শনাক্ত করা যায়।

ফেনল শনাক্তকরণে লিবারম্যান পরীক্ষা
ফেনল শনাক্তকরণে লিবারম্যান পরীক্ষা।

(ফেনল শনাক্তকরণ যদি ২ মার্কের জন্য আসে তাহলে ব্রোমিন পানি বা ফেরিক ক্লোরাইড পরীক্ষা যেকোনো একটা লিখলেই হবে। লিবারম্যান পরীক্ষা ২ মার্কের জন্য বেশি লেখা হয়ে যাবে। তবে লিবারম্যান টেস্ট নেম রিঅ্যাকশন হওয়ায় এটা আলাদা ভাবে শুধু মাত্র লিবারম্যান পরীক্ষা হিসেবেই আসতে পারে।)