ফেনল কে অ্যালকোহল বলা হয় না কেন?
জৈব যৌগে -OH কার্যকরী মূলকযুক্ত যৌগসমূহকে অ্যালকোহোল বলা হয়। ফেনলে -OH থাকলেও দ্রবনে ফেনল একটি H+ আয়ন দান করে ফিনেট (C6H5O–) আয়ন হিসেবে থাকে। ফলে ফেনলে -OH মূলক বাস্তবে পাওয়া যায় না। এজন্য ফেনল কে অ্যালকোহল বলা হয় না।
আরও পড়ুন-