ফেনল এর ব্যবহার

ফেনল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এগুলো হলোঃ

  1. ব্যাকেলাইট, ইপোক্সি রেজিন, পলিকার্বনেট ইত্যাদি পলিমারের কাঁচামাল হিসেবে ফেনল ব্যবহার করা হয়।
  2. বিভিন্ন রাসায়নিক যৌগ যেমন, কীটনাশক, বিস্ফোরক, রঙ, ফার্মাসিউটিক্যালস দ্রব্যাদি তৈরিতে ফেনল ব্যবহার করা হয়।
  3. পেইন্ট, বার্নিস এবং লেকার তৈরিতে ফেনল ব্যবহার করা হয়।
  4. অ্যান্টিসেপটিক এবং জীবানুনাশক হিসেবে ফেনল বহুল ব্যবহৃত হয়।
  5. সানস্ক্রিন, লোশন, ত্বক ফর্সাকারী ক্রিমে ফেনল ব্যবহার করা হয়।

আরও পড়ুন-বেনজিন থেকে কীভাবে ফেনল প্রস্তুত করা যায়?

ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?

ফেনল কে অ্যালকোহল বলা হয় না কেন?