ফার্ম কী?

উত্তর: কোনো পণ্য উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি সমন্বিত একটি কারখানা বা মিল হলো ওই পণ্যের একটি উৎপাদনকারী একক বা প্লান্ট। যখন একাধিক প্লান্ট সমন্বিত হয়ে একই মালিকানার অধীনে একই পণ্য উৎপাদন করে তখন তাকে ফার্ম বলে।