ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝায়?
উত্তর: ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফা = TR – TC = 0 হয়। সুতরাং শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। সাধারণত দীর্ঘকালীন একচেটিয়া বাজার ও দীর্ঘকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। তবে এক্ষেত্রে ভারসাম্য অর্জনের নির্ধারিত দুটি শর্ত ছাড়াও অতিরিক্ত শর্ত P = AR = AC পালিত হয়।