প্রোকাইরাল অনু কি?

যে সকল অনু কাইরাল নয় কিন্তু একটি মাত্র ধাপে তাদের কাইরাল অনুতে রুপান্তর করা যায় তাদের প্রোকাইরাল অনু বলে।

প্রোকাইরাল অনুতে এমন একটি কার্বন পরমাণু বা কেন্দ্র থাকে যাতে ভিন্ন ধরনের দুইটি এবং একই ধরনের দুইটি পরমাণু বা গ্রুপ যুক্ত থাকে। এই একই ধরনের পরমাণু বা গ্রুপ দুটির যে কোন একটিকে সম্পূর্ণ ভিন্ন পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে, ঐ কেন্দ্র বা পরমাণুর সাথে ভিন্ন ভিন্ন চারটি গ্রুপ যুক্ত হয় ফলে অনুটি কাইরাল অনুতে রুপান্তর হয়। প্রোকাইরাল অনুর ঐ কেন্দ্রকে প্রোকাইরাল কেন্দ্র বলে।

প্রোকাইরাল অনু কি?

উপরের ছবিতে * চিহ্নিত কার্বন পরমাণুটি একটা প্রোকাইরাল কেন্দ্র। এই কার্বনের সাথে যুক্ত দুইটা হাইড্রোজেনের যেকোনো একটি ভিন্ন কোন পরমাণু, যেমন, Cl পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে উক্ত কার্বন পরমাণুটি কাইরাল কার্বন হবে। ফলে সমগ্র অনুটি কাইরাল হবে।

আলোক সমানুতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।

এনানশিওমার কি?

ডায়াস্টেরিওমার কি?