প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কি একই ধারণা?
উত্তর: কোনো দ্রব্য উৎপাদনের একক প্রতি ব্যয়কে গড় ব্যয় বলে । মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া যায়। অন্যদিকে, এক একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে, তার অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে। উৎপাদনের পরিমাণের এক একক পরিবর্তন দ্বারা মোট ব্যয়ের পরিবর্তনকে ভাগ করে প্রান্তিক ব্যয় পাওয়া যায়।অতএব বলা যায়, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় ধারণা এক নয়।