প্রাণীর শ্রেণিবিন্যাসে নটোকর্ডের উপস্থিতি ব্যতীত আরো কি কি ভিত্তি ব্যবহার করা হয়
কিছু সুস্পষ্ট ও অনন্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণিবদ্ধ করা হয়। যেসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে প্রাণীর শ্রেণিবিন্যাস করা হয় সেসব বৈশিষ্ট্যই প্রাণী শ্রেণিবিন্যাসের ভিত্তি হিসেবে বিবেচিত। নটোকর্ডের উপস্থিতি ব্যতীত প্রাণীর শ্রেণিবিন্যাসে আরো বিভিন্ন ধরনের ভিত্তি ব্যবহার করা হয়েছে। প্রাণী শ্রেণিবিন্যাসের প্রধান ভিত্তিসমূহ হলো-
- সংগঠন মাত্রা
- প্রতিসাম্য
- খণ্ডকায়ন
- অঞ্চলায়ন
- উপাঙ্গ
- প্রান্তিকতা
- দেহ অক্ষ ও তল
- সিলোম
- ক্লিভেজ ও পরিস্ফুটন
- ভ্রুণীয় স্তর ও
- মেরুদণ্ড
একই অধ্যায়ের আরও প্রশ্ন-
প্রজাতি কাকে বলে?
কেঁচোকে ইউসিলোমেট বলা হয় কেন?