প্রবাসীদের আয় জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হয়?

প্রবাসীদের আয় জাতীয় আয়ের GNI ধারণার অন্তর্ভুক্ত হয়। দেশে ও বিদেশে অবস্থানরত দেশের নাগরিক উৎপাদন কাজের সাথে জড়িত হয়ে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার চলতি বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। সুতরাং প্রবাসীদের আয় জাতীয় আয়ের GNI ধারণার অন্তর্ভুক্ত হয়।

জাতীয় আয় সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

জাতীয় আয় কাকে বলে?

মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?

জাতীয় আয় হিসাবের সময় কেবলমাত্র ‘চূড়ান্ত দ্রব্য’ অন্তর্ভুক্ত করা হয় কেন?