প্রকৃত মজুরি কী?
শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যে আনুষঙ্গিক সুবিধা লাভ করে এ দুয়ের সমষ্টি হলো প্রকৃত মজুরি।
মজুরি সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-
একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন?
দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায় ব্যাখ্যা করো।