প্যারাফিন কি?

প্যারাফিন (Paraffin) শব্দটি গ্রীক শব্দ parum ও affinis এর সমন্বয়ে গঠিত। Paraum অর্থ স্বল্প বা কম এবং affinis অর্থ আসক্তি। অর্থাৎ প্যারাফিন শব্দের অর্থ স্বল্প বা কম আসক্তিসম্পন্ন যৌগ।

অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনসমূহ সাধারণ অবস্থায় তীব্র এসিড, ক্ষার, জারক, বিজারক প্রভৃতির সাথে বিক্রিয়া করে না। এরা খুবই স্থিতিশীল এবং রাসায়নিকভাবে কম সক্রিয় একজন্য অ্যালকেনসমূহকে প্যারাফিন বলে।

আরও পড়ুন-অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন?