পোলারায়ন বৃদ্ধি পেলে তা যৌগের দ্রাব্যতার উপর কি প্রভাব ফেলে?

আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেক্ট্রন মেঘকে নিজের দিকে টেনে আনার ঘটনাকে পোলারায়ন বলে। পোলারায়নের ফলে আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের বৈশিষ্ট লাভ করে। যেহেতু বন্ধন সমযোজী বৈশিষ্ঠ্য লাভ করে ফলে যৌগটির দ্রাব্যতা পোলার দ্রাবকে হ্রাস পায় আবার নন-পোলার দ্রাবকে বৃদ্ধি পায়।

আরও পড়ুন-

  1. দ্রাব্যতা কি?
  2. পোলারিটি ও পোলারায়ন এর মধ্যে পার্থক্য কি
  3. SnCl2 একটি আয়নিক যৌগ কিন্তু SnCl4 সমযোজী কেন?