পূর্ণ প্রতিযোগিতা বাজারকে কেন দামগ্রহীতা বলা হয়?

উত্তর: পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম সমজাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট যোগানের একটি অতিক্ষুদ্র অংশ উৎপাদন ও যোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও যোগানের সমন্বয়ে বাজারে যে দাম নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সেই দাম গ্রহণ করে ।