পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন AR = MR হয়?
পূর্ণ প্রতিযোগিতায় ফার্ম হলো দায়গ্রহীতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মূল শর্ত হলো P = AR = MR, অর্থাৎ এখানে দাম নির্ধারিত হয় বাজারে দ্রব্যের চাহিদা ও যোগান দ্বারা। এই নির্বাচিত দাম স্বতন্ত্র একটি ফার্মকে গ্রহণ করতে হয় এবং এই দামেই দ্রব্য বিক্রি করতে হয়। এজন্যই এখানে P = AR =MR হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই-ব্যাখ্যা কর।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?