পারমাণবিক বর্ণালি বিচ্ছিন্ন রেখার সমন্বয়ে গঠিত কেন?

পারমাণবিক বর্ণালী গঠিত হয় যখন ইলেক্ট্রনসমূহ শক্তি শোষন করে উচ্চতর শক্তিস্তরে গিয়ে শোষিত শক্তি বিকিরণ করে নিম্ন শক্তির শক্তিস্তরে ফিরে আসে। এই বিকিরিত শক্তিই বর্ণালিতে রেখা হিসেবে পাওয়া যায়। যেহেতু শক্তির শোষন ও বিকিরণ নির্দিষ্ট অর্থাৎ কোয়ান্টায়িত ফলে যেকোনো একটি ইলেক্ট্রন কোন একটি উচ্চশক্তির স্তর থেকে শক্তির বিকিরণ করলে একটিমাত্র বর্ণালি রেখা পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ইলেক্ট্রনের জন্য ভিন্ন ভিন্ন বর্ণালি রেখা উৎপন্ন হয়। ফলে পারমাণবিক বর্ণালি বিচ্ছিন্ন রেখা নিয়ে গঠিত হয়।