পানি একটি ডাইপোল কেন?

পানির অনুতে উপস্থিত অক্সিজেন ও হাইড্রোজেনের তড়িৎ ঋনাত্মকতার পার্থক্য বেশি হওয়ার ফলে H-O বন্ধনের ইলেক্ট্রন জোড়া অক্সিজেন পরমাণুর দিকে সরে যায় ফলে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক এবং অক্সিজেন পরমাণু আংশিক ঋনাত্মক চার্জ প্রাপ্ত হয়। এজন্য পানি একটি ডাইপোল।

আরও পড়ুন-
পানি একটি ডাইপোল কেন?

মিথান্যাল পানিতে দ্রবণীয় কেন?

অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন?