পাই বন্ধন গঠনে s অরবিটাল অংশ নেয় না কেন?
পাই বন্ধন গঠনের জন্য অরবিটাল সমূহকে পূর্বে গঠিত সিগমা বন্ধনের সাথে লম্বালম্বিভাবে থাকতে হয়। যেহেতু s অরবিটাল গোলাকার ফলে এটি লম্বালম্বিভাবে থাকতে পারে না। আবার গোলাকৃতি হওয়ার কারনে s অরবিটালের পক্ষে আংশিক বা পাশাপাশি অধিক্রমণ করা সম্ভব হয় না, সব সময় সামনাসামনি অধিক্রমণ করে। এজন্য পাই বন্ধন গঠনে s অরবিটাল অংশ নেয় না।