পাইরোল অ্যারোমেটিক যৌগ কেন?

কোন যৌগ যদি অ্যারোমেটিকত্বের সব শর্ত পূরণ করে তাহলে তাকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। পাইরোলের ক্ষেত্রে-

  1. পাইরোল একটি চাক্রিক যৌগ।
  2. পাইরোল সমতলীয় অণু অর্থাৎ চক্রে বিদ্যমান সকল পরমাণু একই সমতলে অবস্থান করে।
  3. পাইরোল অণু সম্পূর্ণরূপে কনজুগেটেড অর্থাৎ চক্রের সাথে জড়িত প্রত্যেকটি পরমাণুতে অসংকরিত p- অর্বিটাল রয়েছে যারা একটানা অধিক্রমণ করে পাই ইলেকট্রন মেঘ সৃষ্টি করে। এ ইলেকট্রন মেঘ চক্রের উপরে ও নিচে থাকে ।
  4. হাকেল নিয়ম অনুসারে পাইরোলে (4n+2) সংখ্যক ইলেকট্রন থাকে (যেখানে n=1)। এর অর্থ পাইরোলের পাই-ইলেকট্রন মেঘ বলয়ে মোট 6টি (চারটি কার্বন হতে 4টি এবং একটি নাইট্রোজেন হতে 2টি) ইলেকট্রন থাকে । ফলে হাকেল নিয়ম অনুসারে n=1 পাওয়া যায়।

যেহেতু পাইরোল অ্যারোমেটিক যৌগের সকল শর্ত পূরণ করে, সুতরাং পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ।

একই ধরনের অন্যান্য প্রশ্ন-

অ্যারোমেটিক যৌগ কাকে বলে?

বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন?

পিরিডিন Soft অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর।