নিট জাতীয় উৎপাদন বলতে কী বোঝ?

উত্তর: মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতির খরচ বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। দেশে দ্রব্যসামগ্রীর উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন রকম মূলধন দ্রব্য, যেমন— যন্ত্রপাতি, সরঞ্জাম, দালানকোঠা ইত্যাদি ব্যবহৃত হয়। এসব মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্বাসনের জন্য যে অর্থ ব্যয় হয় তাকে অবচয়জনিত ব্যয় বলে। মোট জাতীয় উৎপাদন থেকে এ অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই নিট জাতীয় উৎপাদন।