দ্রাবক নিষ্কাশন কাকে বলে?
দ্রাবক নিষ্কাশন
যে প্রক্রিয়ায় কোন দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অথবা কোন মিশ্রণ থেকে অন্য কোন উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট উপাদান পদার্থকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে।
দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়া
জলীয় দ্রবণ থেকে জৈব যৌগকে জৈব দ্রাবক দিয়ে নিষ্কাশনের জন্য প্রয়োজন হয় একটি পৃথকীকরণ ফানেল (separating funnel) যার মুখে ছিপি এবং নিচে স্টপকক থাকে। জলীয় দ্রবণকে পৃথকীকরণ ফানেলে নিয়ে পরিমাণ মত জৈব দ্রাবক ঢেলে মুখ বন্ধ করে ভালোমতো ঝাঁকিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়। এতে জলীয় ও জৈব স্তর আলাদা হয়। জৈব স্তর (ইথার, হেক্সন ইত্যাদি) সাধারণত জলীয় স্তর অপেক্ষা হালকা হওয়ায় উপরে থাকে এবং জলীয় স্তরকে ফানেলের নিচের স্টপকক ঘুরিয়ে বের করে নেয়া হয়।
জৈব স্তরকে একটি আলাদা বীকারে সংগ্রহ করে উক্ত জলীয় স্তরকে একটি আলাদা বীকারে সংগ্রহ করে উক্ত জলীয় স্তরকে কয়েকবার ফানেলে নিয়ে জৈব দ্রাবক দ্বারা নিষ্কাশন করা হয়। সমগ্র জৈব স্তরকে একত্রিত করে শুকিয়ে (অনার্দ্র Na2SO4, MgSO4 ইত্যাদির উপরে রেখে) পাতন দ্বারা দ্রাবক অপসারণ করে জৈব নমুনা সংগ্রহ করা হয়।
গুণগত রসায়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –