দুই খাতবিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের উপাদান দুটো লেখ ।

উত্তর: দুই খাতবিশিষ্ট অর্থনীতিতে পরিবারবর্গ বেসরকারি বিনিয়োগকারীদের নিয়ে এ খাত গঠিত। অর্থনীতিতে সামগ্রিক ব্যয় হলো ব্যক্তিগত ভোগ ব্যয় (C) ও মোট ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ (I) এর সমষ্টি । অর্থাৎ AE = C + I। পরিবারবর্গ এবং ব্যক্তি মালিকানাধীন স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি ভোগের জন্য যে ব্যয় করে, তাই ব্যক্তিগত ভোগ ব্যয়। পরিবারবর্গ, ব্যবসায়ী ও ব্যবসায় প্রতিষ্ঠান এবং উদ্যোক্তারা মুনাফা অর্জনের জন্য কারখানা ও গুদামঘর নির্মাণ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং বিভিন্ন উপকরণ, চূড়ান্ত দ্রব্য ও সেবার মজুদ গড়ে তোলার জন্য ব্যয় করে। এটি মোট অভ্যন্তরীণ বিনিয়োগ ব্যয়ের অন্তর্গত সুতরাং দ্বিখাতের অর্থনীতিতে সামগ্রিক ব্যয় হলো— AE = C + 1 |