দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?

উত্তর: দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে, তাই স্থির ব্যয় থাকে না । স্বল্পকালে মোট ব্যয় (STC) মোট স্থির ব্যয় (TFC) + মোট পরিবর্তনশীল ব্যয় (TVC)। কিন্তু দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয় । এজন্য দীর্ঘকালে কোনো খরচই স্থির থাকে না।