দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায় ব্যাখ্যা করো।

দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে ক্ষমতা বৃদ্ধির দ্বারা জীবনযাত্রার মান বৃদ্ধি পায় বলে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায় । সাধারণত প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুবিধার সমষ্টি। এখন, দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি। বাড়লে শ্রমিকের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে পূর্বের চেয়ে সে বেশি পরিম ভোগ করতে পারে। তথা জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। কাজেই বলা যায়, দাম স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায়।

মজুরি সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

প্রকৃত মজুরি কী?

একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন?