তড়িৎঋনাত্মকতা কি

কোন অনুতে উপস্থিত দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেক্ট্রন যুগলকে একটি পরমাণুর নিজের দিকে আকর্ষ্ণ করার ক্ষমতাকে উক্ত পরমাণুর তড়িৎঋনাত্মকতা বলে। তড়িৎঋনাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম।

তড়িৎ ঋনাত্মকতা নিম্নের বিষয়গুলোর উপর নির্ভর করে-

  1. পরমাণুর আকার
  2. বহিস্থ ইলেক্ট্রনস্তরের উপর নিউক্লিয়ার চার্জের আকর্ষণ
  3. বহিস্থ শক্তিস্তরের ইলেক্ট্রনীয় কাঠামোর উপর।