জৈব এসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি
জৈব এসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ হলো অ্যালকেন। জৈব এসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বক্সিলিক এসিড থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় এবং এসিডের কার্বক্সিলিক এসিড গ্রুপের সাথে যে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে সেই অ্যালকাইল গ্রুপের অ্যালকেন প্রধান উৎপাদ হয়।
