জিংক রঙিন যৌগ গঠন করে না কেন?
আমরা জানি যে, শুধুমাত্র অবস্থান্তর যৌগসমূহ রঙিন যৌগ গঠন করে। যেহেতু, জিংক অবস্থান্তর যৌগ না সেহেতু এটি রঙিন যৌগ গঠন করে না। অবস্থান্তর যৌগের সংজ্ঞা অনুসারে যেসব মৌলের স্থিতিশীল আয়নে অপূর্ণ d অরবিটাল থাকে কেবল মাত্র তারাই অবস্থান্তর মৌল। জিংকের স্থিতিশীল আয়ন হলো Zn2+। এই আয়নের ইলেক্ট্রন বিন্যাস নিম্নরূপ-
Zn2+ (30) = 1s2 2s22p6 3s23p63d10
যেহেতু জিংকের স্থিতিশীল আয়নে d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় আছে, সুতরাং Zn বা জিংক অবস্থান্তর মৌল না। কাজেই রঙিন যৌগ গঠন করে না।
আরও পড়ুন- অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন করে কেন?