ছদ্ম এক আণবিক বিক্রিয়া কি
যে বিক্রিয়া মূলত দ্বি আণবিক বা উচ্চতর আণবিক বিক্রিয়া কিন্তু এক আণবিক বিক্রিয়ার মত আচরণ করে তাকে ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলে। অর্থাৎ একাধিক বিক্রিয়ক থাকা সত্ত্বেও যদি কোন বিক্রিয়ার হার শুধুমাত্র একটি বিক্রিয়কের উপর নির্ভরশীল হয় তাহলে তাকে ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলে।
যেমন, এসিডের উপস্থিতিতে এস্টারের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া একটি ছদ্ম এক আণবিক বিক্রিয়ার উদাহরণ।
CH3COOCH2CH3 + H2O → CH3COOH + CH3CH2OH
এখানে, পানি ও ইথাইল এসিট্যাট উভয়ই বিক্রিয়ক হওয়া সত্ত্বেও পানির পরিমাণ বেশি হওয়ায় এই বিক্রিয়ার হার মূলত ইথাইল এসিট্যাটের ঘনমাত্রার উপর নির্ভরশীল।
আরও পড়ুন –