চাহিদা আমানত ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

মুদ্রার যোগানের অন্যতম উপাদান হলো চাহিদা আমানত। মানুষ তার আয়ের একটি অংশ চাহিদা আমানত হিসেবে ব্যাংকে জমা রাখে। চাহিদা আমানত বলতে জনগণ কর্তৃক ব্যাংকে রক্ষিত আমানতের সেই অংশ বোঝায়, যা গ্রাহকরা চাহিবামাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে । চাহিদা আমানত যেকোনো সময় নগদ অর্থে রূপান্তর করা যায় এবং লেনদেনের কাজে ব্যবহার করা যায়। এজন্য চাহিদা আমানত অর্থের যোগানের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয়।

যোগান সম্পর্কিত অন্যান্য পোস্ট-

যোগান বিধি কী?

সময় কীভাবে কোনো দ্রব্যের যোগানকে প্রভাবিত করে?

সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান বিধি অকার্যকর- ব্যাখ্যা কর।