গ্যাসের আংশিক চাপ উক্ত গ্যাসের মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি
সাধারণভাবে মোলার গ্যাস সমীকরণ অনুযায়ী,
PV = nRT
বা, P = nRT/V…………..(i)
নিজেদের মধ্যে বিক্রিয়া করে না এমন দুটি গ্যাস (A ও B) কে T তাপমাত্রায় V আয়তনের একটি পাত্রে মিশ্রিত করলে উক্ত পাত্রে A ও B আলাদাভাবে যে চাপ সৃষ্টি করবে তা উক্ত মিশ্রণে যথাক্রমে A ও B গ্যাসের আংশিক চাপ। A ও B গ্যাসের আংশিক চাপ যথাক্রমে pA ও pB এবং গ্যাসদ্বয়ের মোল সংখ্যা nA ও nB হলে উপরের সমীকরণ অনুসারে,
A গ্যাসের আংশিক চাপ, pA = nART/V …………..(ii)
এবং B গ্যাসের আংশিক চাপ, pB = nBRT/V………….(iii)
আবার ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে<
P = pA + pB …………………..(iii)
ii ও iii নং সমীকরণকে আলাদাভাবে i নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই
pA/P = (nART/V)/(nRT/V)
বা, pA/P = nA/n
বা, pA = P. nA/n
বা, pA = P. XA [nA/n = XA]
একইভাবে, pB = P. XB
এখানে, XA ও XB হলো A এবং B গ্যাসের মোলভগ্নাংশ।
অতএব, p = x.P
অর্থাৎ, কোন গ্যাসের আংশিক চাপ উক্ত গ্যাসের মোলভগ্নাংশ ও মোট চাপের গুণফলের সমান।
আরও পড়ুন-