গে লুসাকের গ্যাস আয়তন সূত্র টি লেখ

একাধিক গ্যাস যখন পরস্পর বিক্রিয়া করে উৎপাদ গঠন করে তখনস্থির তাপমাত্রা ও চাপে (১) গ্যাস সমূহের পরিমিত আয়তনের মধ্যে একটি সরল অনুপাত বজায় থাকে, (২) উৎপন্ন পদার্থও যদি গ্যাসীয় হয় তবে সব বিক্রিয়ক ও উৎপাদের আয়তনের মধ্যেই একটি সরল অনুপাত বজায় থাকে।

যেমন- ১ আয়তন নাইট্রোজেন + ৩ আয়তন হাইড্রোজেন = ২ আয়তন অ্যামোনিয়া (১ঃ ৩ঃ ২)

আরও পড়ুন-

গে লুসাকের চাপের সূত্র

চার্লসের সূত্র কি

বয়েলের সূত্র কি