গড় ব্যয় কি প্রান্তিক ব্যয়ের চেয়ে সবসময় বেশি হয়?

উত্তর: গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের চেয়ে সবসময় বেশি হয় না। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে; তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। একটা পর্যায়ে গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়। এরপরও উৎপাদন বৃদ্ধি হলে গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের চেয়ে কম হয়।