ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যায়?
উত্তর: SAC > P > AVC হলে ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। কেননা P > AVC হলে ফার্ম তার অর্জিত আয় দিয়ে পরিবর্তনীয় খরচ তুলেও স্থির খরচের একটি অংশ তুলে নিতে পারে। তাই উৎপাদন চালালে লোকসান হবে স্থির খরচের চেয়ে কম । অথচ উৎপাদন না করলে ফার্মকে পুরো স্থির খরচই লোকসান গুনতে হবে। তাই উৎপাদন চালিয়ে সে লোকসান ন্যূনতম করতে চাইবে ।