শিল্পক্ষেত্রে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর?

উত্তর: ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি শিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য । উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে । শিল্পক্ষেত্রে অধিক হারে শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধি করলে অন্যান্য উপকরণের উৎপাদন ক্ষমতা বাড়ে। উপকরণের দক্ষতা বৃদ্ধির কারণে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয় এবং গড় ও প্রান্তিক খরচ হ্রাস পায়। অতএব বলা যায়, শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর।