কেন শস্য বহুমুখীকরণের প্রয়োজন?
শস্য বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব। একই জমিতে বছরে একটি মাত্র একই জাতের শস্যের উৎপাদন না করে একাধিক ফসল উৎপাদন করাকে শস্যের বহুমুখীকরণ বলে।
একই ফসল সবসময় একই জমিতে চাষ করলে জমির উৎপাদন শক্তি বা রাসায়নিক উপাদান নিঃশেষ হতে থাকে। তাই ভিন্ন ভিন্ন ফসল চাষাবাদ করলে জমির উর্বরতা যেমন বৃদ্ধি পায়, তেমনি ফলনও ভালো হয়। আর কম খরচে ভালো ফলন হলে কৃষকদের আয়ও বৃদ্ধি পায়। যা দেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে। এ জন্যই শস্য বহুমুখীকরণের প্রয়োজন।